মাদারীপুরে তিনদফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালত প্রাঙ্গইে পালন করা করা হয় এই কর্মবিরতি। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এতে অংশ নেয় মাদারীপুরের বিভিন্ন আদালতের কর্মরত কর্মচারিরা। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এ সময় বক্তারা দাবি জানান, অধনস্ত বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করার পাশাপাশি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, বিদ্যমান পদ বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে পদায়ন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে আলাদা আদালত করার পাশাপাশি নিয়োগবিধি সংশোধন করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর মাদারীপুর জেলা শাখার নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর মাদারীপুর জেলা শাখার সহসভাপতি মো. আল মামুন, রত্ন রানী কুন্ডু, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত উল্লাহ, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম খান প্রমুখ।
যাযাদি/ এসএম