বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুইঘণ্টা কর্মবিরতি পালন করছে টাঙ্গাইলের বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার(৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা জেলার বিচারিক আদালতের কক্ষে তালা ঝুলিয়ে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখা কর্মসূচি পালন করে।
কর্মবিরতির এক পর্যায়ে তারা মানববন্ধন কর্মসূচিও পালন করে।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর প্রমুখ।
বক্তারা বিচার বিভাগের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান,বিদ্যমান বøকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করার কথাও জানান বক্তারা।