আদমদীঘি কৈকুড়ি রহিম-মজিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের উপর হামলা ও হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
পরে আদমদীঘি উপজেলা নির্বার্হী অফিসারকে স্বারকলিপিও প্রদান করেন। সোমবার ৫ মে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে প্রায় ঘন্টাব্যাপি এই কর্মসুচী পালন করেন।
প্রকাশ থাকে যে, গত ৩০ এপ্রিল সন্ধ্যা পৌনে ৮টায় কৈকুড়ি রহিম-মজিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান কালাইকুড়ি গ্রামে তার বাড়ি থেকে বের হয়ে আসার পথে ওই বিদ্যালয়ের হৃদয় নামের এক ছাত্র তার সহযোগিদের নিয়ে হত্যার উদ্দেশ্যে প্রধান শিক্ষক আতিয়ার রহমানের উপড় অতর্কিত হামলা চালিয়ে মারপিট ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় জনতা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় স্কুল ছাত্র হৃদয় তার ফুপু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মানববন্ধন চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীরা দোষীেদের বিচার দাবি করে বক্তব্য রাখেন।