গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় অটো ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন।
জানা গেছে, রোববার রাত আনুমানিক ৮টার দিকে নাকাইহাট থেকে একটি অটোভ্যান যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসার পথে বাজুনিয়াপাড়া রাস্তার পাশ্বে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যানটি উল্টে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
এতে অটো ভ্যানের ৫ যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসার পথে অটো যাত্রী শাহারুল ইসলাম (৪২) মারা যান। নিহত শাহারুল গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ (কানিপাড়া) গ্রামের মৃত মোফাখ্খারুল ইসলামের ছেলে।
অপরদিকে, একইদিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রফিকুল ইসলাম তার স্ত্রী মোরশেদা বেগমকে (৪২) সাথে নিয়ে অটোভ্যান যোগে বাড়ি থেকে গোবিন্দগঞ্জে আসছিলেন।
পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের দক্ষিণ পাশ্বে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে মোরশেদা অটো ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।