সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হত্যা মামলার আসামির ধান বেচতে পুলিশ মোতায়েন

বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৭:১৯
হত্যা মামলার আসামির ধান বেচতে পুলিশ মোতায়েন
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কচুয়াখলা দক্ষিণপাড়া গ্রামে যুবক খুনের ঘটনায় আজ সোমবার দুপুর থেকে পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি হচ্ছে। পুলিশ ধারনা করছে শত শত মন ধান লুট হতে পারে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার নেশাগ্রস্থ চার যুবক তার বন্ধু অপূর্ব চন্দ্র দাস (২০) এর নিকট ২০০ টাকা না দেওয়ার কারণে (অপূর্ব) কে চাইনিজ কুড়াল, দা সহ দেশীয় অ¯্রে সজ্জিত হয়ে বাম পা, ডান পা, বাম হাত, ডান হাত কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রথমে গুরুতর আহত অপূর্ব চন্দ্র দাস এর পিতা বিশ্বনাথ চন্দ্র দাস অবস্থার অবনতি দেখে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে গতকাল রাতে অপূর্বর মৃত্যু হয়।

পুলিশ জানায়, আসামী কেশ্বব চন্দ্র দাস, উজ্জল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র দাস, শুভ চন্দ্র দাস নেশাগ্রস্থ অবস্থায় অপূর্ব চন্দ্র দাস কে কুপিয়েছে বলে খবর পেয়েছে। গতকাল সোমবার বিকেলে সরেজমিন গিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবৎ দুলাল চন্দ্র দাস এর ছেলে কেশ্বব চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস এর ছেলে উজ্জল চন্দ্র দাস, নন্দলাল চন্দ্র দাসের ছেলে গোবিন্দ চন্দ্র দাস, শ্যাম চন্দ্র দাস এর ছেলে শুভ চন্দ্র দাস কচুয়াখলা এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে ইয়াবা সেবন ও ব্যবসা করে আসছে।

এলাকাবাসী প্রতিবাদ করেও দায় পাচ্ছে না। নিহত অপূর্ব চন্দ্র দাসের লাশ আসার পর তার বাবা বিশ্বনাথ চন্দ্র দাস ও তার পরিবারের লোকজন সংবাদ কর্মীদের নিকট আহাজারী করে বলেন, যারা তার ছেলে কে হত্যা করেছে তাদের কঠিন শাস্তির দাবী করেন।

বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, তার বাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ঘটনাস্থলে নিয়োজিত আছে। এখন পর্যন্ত কেউ মামলা দিতে আসেনি বলে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে