কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম নৈশপ্রহরী নহির সরকার কর্তৃক ১৩ বছরের নাবালিকা শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে।
সোমবার দুপুর ৩টার সময় অভিযুক্ত নহির সরকারকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখা জজকোর্টের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন।
নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ও কুষ্টিয়া জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট ইকবাল খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জজ কোর্টের স্পেশাল পিপি শামিমুল হাসান অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ও মিরপুর উপজেলা বিএনপির সদস্য বকুল আলী, এ্যাডভোকেট বুলবুল আহমেদ, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শাহরিয়ার আহমেদ স্বপন, নারী ও শিশু অধিকার ফোরাম ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক আসিফ হাসান, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস, সদস্য রুবেল আলম প্রমুখ।
এ্যাডভোকেট ইকবাল খান হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত আইনের আওতায় না আনা হলে নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।