সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আগুনে পুড়া বাড়ি পরিদর্শন 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৮:১৮
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আগুনে পুড়া বাড়ি পরিদর্শন 
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের চৌহালীতে অগ্নিকাণ্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে ।

মাঝ রাতে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরর্কী গ্রামের আবদুল হালিমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রোববার রাত ২টার দিকে ঘর আগুনে জ্বলছে টের পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল নামাতে পারেননি। আগুনে ঘরে থাকা চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল ও কাগজপত্রসহ ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে আনুমানিক তার চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা আবদুল হালিম জানান ।এদিকে সোমবার দুপুরে অগ্নিকান্ডের সংবাদে ছুটে যান চৌহালী উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মো: ফারুক আহমেদ, চৌহালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন ও উপজেলা গন অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক পারভেজ আলিম জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা দেখলাম দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব দলের পক্ষ থেকে এবং পাশাপাশি উপজেলা প্রশাসন যেন তাদের আর্থিক সহায়তা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে