শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর সমাবেশ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ২০:১৯
ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর সমাবেশ
ছবি: যায়যায়দিন

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৯ মে) শুক্রবার বিকাল ৫টায় চান্দলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড এর আয়োজনে চারিপাড়া বাজারস্থ মার্কেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন অর্থসহ পাঠ করেন চারিপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মোঃ পারভেজ।

এতে চান্দলা ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর সভাপতি হুমায়ুন কবির হিরো এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. জালাল উদ্দিন ও মো. আবদুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, মোঃ ইব্রাহীম খলিল, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক, ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুকুল ইসলাম সম্রাট, মাকসুদুল আলম, ফখরুল আলম লিটন। সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী আল্লাহর আনুগত্য মেনে চলার কাজ করে। তাই এদেশের জনগন আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সেজন্য সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে