মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে তানোরে বিএনপি নেতার গণসংযোগ

রাজশাহী অফিস
  ০১ জুলাই ২০২৫, ১৫:০৭
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে তানোরে বিএনপি নেতার গণসংযোগ
রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কে এম জুয়েলের গণসংযোগ। ছবি: যাযাদি

রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে গণসংযোগ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কে এম জুয়েল।

সোমবার সকাল থেকে সন্ধ্যা দিনভর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা, কোলহাট, কলমা, বিল্লিহাট, মালবান্ধা, দরগাডাঙ্গা, কৃষ্ণাপুর, গূড়োইল, তাঁতিহাটি বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন।

ইঞ্জিনিয়ার কে এম জুয়েল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। গণসংযোগ চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও এলাকাবাসীর হাতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দেন তিনি।

গণসংযোগকালে কে এম জুয়েল বলেন, ‘‘দলের হাই কমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে মনোনয়ন দিবে আমরা অবশ্যই দলের সিদ্ধান্তের মুল্যায়ন করবো। তবে মনোনয়ন চাওয়া সবার অধিকার। আগেও মনোনয়ন চেয়েছি। এবারও চাইবো। বিএনপির দুর্দিনে দলের তৃণমূলের নেতাকর্মীর পাশে আছি ছিলাম।’’

কে এম জুয়েল বলেন, ‘‘গত ১৫ বছরে রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন রাষ্ট্রটিকে নতুন করে সাজাতে হলে আগে সেটি মেরামত করতে হবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফাই রাষ্ট্র মেরামতের রূপরেখা।’’

তিনি আরও বলেন, ‘‘৩১ দফা বাস্তবায়ন করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে; যেন জনগণ রাষ্ট্রীয় অধিকার ফিরে পায়।’’

গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশির দশকের ছাত্রনেতা কে এম জুয়েল আরও বলেন, “১৯৯৬ ও ২০০৮ সালেও আমি মনোনয়ন চেয়েছিলাম। এবারো মনোনয়ন চাইছি। ২০০৮ সালের আগে সাতটি রাজনৈতিক মামলায় আসামী হয়ে হয়রানির শিকার হয়েছি। যার মধ্যে দুইটি মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সঙ্গে আসামী ছিলাম।’’

তিনি বলেন, “দল এবার পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী চাইছে। যারা দীর্ঘদিন এলাকায় আসেননি বা দলের কোনো কার্যক্রমে অংশ নেননি, তাঁদের প্রার্থী করা হলে তৃণমূল ক্ষুব্ধ হবে। তাই আশা করি, ক্লিন ইমেজসহ রাজনৈতিক হয়রানি নির্যাতন বিবেচনায় নিয়ে দল আমাকে মূল্যায়ন করবে।’’

তিনি আরও বলেন, ‘‘দলের সিদ্ধান্তই চুড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে তা মেনে নিয়ে তার পক্ষেই কাজ করবো। যারা মনোনয়নপ্রত্যাশী তাদেরকে সেই মানষিকতা নিয়ে কাজ করতে হবে বলেন বিএনপির এই প্রবীণ নেতা।’’

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে