মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চিলমারীতে জীবন্ত গাছে আগুন, ভুতুড়ে কাণ্ড ভেবে জনতার ভিড়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৫:১০
চিলমারীতে জীবন্ত গাছে আগুন, ভুতুড়ে কাণ্ড ভেবে জনতার ভিড়
চিলমারীতে জীবন্ত গাছে আগুন দেখতে জনতার ভিড়: ছবি যায়যায়দিন

কুড়িগ্রামের চিলমারীর রমনা রেল স্টেশন প্লাটফর্মের একটি পুরোনো জীবন্ত গাছে আগুন ধরার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভূতুড়ে কাণ্ডে জীবন্ত গাছে আগুন জ্বলছে এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় লেগে যায়।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে রমনা রেল স্টেশন প্লাটফর্মের দক্ষিনের একটি কড়াই গাছের গোড়ার ফাঁফা একটি অংশে এ আগুন ধরার ঘটনা ঘটে।

ফজরের নামাজ পড়তে আসা আব্দুর রহিম ও মাওলানা আবু সাঈদ নামে দুই মুসল্লি প্রথমে আগুন দেখতে পান। নামাজ শেষে তারা স্থানীয় মুসল্লিদের নিয়ে প্রথমে আগুন নেভানের চেষ্টা করে ব্যর্থ হন।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর আবার আগুন জ্বলে ওঠে। দুপুর ১২টার দিকে গাছটি অর্ধেক অংশ আগুনে পুড়ে ভেঙে পড়ে।

বাকি অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। গাছটি ১৯৭৬ সালে স্টেশন প্লাটফর্মের দক্ষিনে রোপণ করা হয়েছিল। সে হিসেবে গাছটির বয়স ৪৯ বছর।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে সবাই আতঙ্কিত হচ্ছিলো। তারা ভেবে নিয়েছিল, এটি ভূতুরে কাণ্ড। এই ভেবে কেউ সেখানে দাঁড়াচ্ছিলো না। কারণ, জীবন্ত গাছে এ ধরনের আগুনের ঘটনা তারা আগে কখনো দেখেনি।

সমাজ উন্নয়ন কর্মী আমিনুল ইসলাম বীর বলেন, ‘অর্ধশত বছরের পুরোনো কড়াই গাছটির ভেতরের অংশ ছিল ফাঁফা। ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছা করেই গাছের গোড়ায় আগুন লাগিয়ে দিয়েছে।’

চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ফারুক আহম্মেদ বলেন, ‘সকালে একবার এসে আগুন নিভিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পুন:রায় আবার আগুন জ্বলে উঠেছে। আমাদের একটি টিম আগুন নিয়ন্ত্রনে এনেছে। কে বা কারা গাছটিতে আগুন দিয়েছে, সেটা তদন্তে বেরিয়ে আসবে।’

রমনা স্টেশনের বুকিং মাস্টার রায়হান সরকার বলেন, ‘ভেঙে পড়া গাছের অংশ সরানো হলেও গাছটির ক্ষতিগ্রস্ত আরেক অংশ ভেড়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে