দেশ গঠনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে এবং বানেশ্বর ইউপির সাবেক মেম্বার আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক, ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালি, সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, বানেশ্বর হাটের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল সরকার, আজিজুল বারি মুক্তা, জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রুপস সরকার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহজামাল সাবু, ইউপি সদস্য আলম মেম্বার, রফিক হাজী, তুষার সরকার, শিবপুর হাট ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।