চট্টগ্রাম নগরের চকবাজার থানার মেহেদীবাগে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জান্নাতুল ফেরদৌসের বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সিরাজের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে আসার পর গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।