রাজশাহীর মোহনপুরে শিক্ষা ও চিকিৎসা সেবা চালানোর জন্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ মে) দুপরে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এ চেক বিতরণ করেন। চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা প্রকৌশলী নুরনাহার।
এসময় মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের নাদিরা খাতুনকে ব্রেনের সমস্যার জন্য চিকিৎসা বাবদ ১০ হাজার, ভীননগর উচ্চ বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ে ছাত্রী ইতিরানীকে ৩ হাজার, আমরাইল গ্রামের ইসমাইল হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লেখাপড়া করার জন্য ১০ হাজার টাকার আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে তাদের আগামী দিনের সাফল্যের লক্ষ্যে এ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।