চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের তিনঘরিয়া কান্দি গ্রামে ফাইম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
ফাইমের পিতা জাহাঙ্গীর আলম চৌধুরী ও মাতা পারভিন বেগম।
ঘটনার বিবরনে জানা যায়, তারা ৪ ভাই। ছোট তিন ভাই কে নিয়ে মা বাড়িতে থাকেন। ফাইমের বাবা ঢাকায় হোটেলে কাজ করে, ফাইম ঢাকায় ফার্নিচারের কাজ করতো।
আপাতত ফাইমের কোন কাজ নাই বলে জানান তার চাচা সফিক। ভাইদের মধ্যে তিনিই বড়। সম্ভবত এইট নাইনে লেখা পড়া করছেন, তিনি গত ২/৩ দিন পূর্বে ঢাকা থেকে বাড়ি আসছেন।
এসে তার সহপাঠীদের বলছে তোরা আমার জন্য কোন দাবী রাখবি না, আমাকে মাপ করে দিস বলে স্থানীয়রা জানান।
তার ছোট ভাই ইসরাফিলের হাত ভেঙে গেছে, এ সুবাদে বাড়ি আসছে তার বাবা।
স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ ফাইম তার বাবাকে খুব চাপ দিচ্ছে তাকে মটরসাইকেল কিনে দিতে হবে। কেন মোটরসাইকেল কিনে দেয়া হলো না, সেজন্য বাবার সাথে অভিমান করে গত ১৯ মে সারাদিন কাজ শেষে রাতে ভাত খেয়ে অন্যান্য দিনের মত ঘুমিয়ে পড়ে।
ঐ দিন দিবাগত রাতে যে কোন সময়ে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানান।
তবে তিনি তার চাচা সফিক চৌধুরীর বসত ঘরে থাকতেন। জানতে পারা যায়, নিজেদের থাকার ঘর নাই, তারা ফ্যামিলি সহ চাচার ঘরে থাকে। এ ঘটনার পর থানা পুলিশকে খবর দেয়া হয়।
ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মৃতের লাশ চাঁদপুর মর্গে প্রেরন করে।
সরজমিন পরিদর্শন করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল, এসআই জামাম সহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।