বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সড়কহীন সেতু! ৩১ লাখ টাকা জলে, ৮ বছরেও শেষ হয়নি দুর্ভোগ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৭:২৭
সড়কহীন সেতু! ৩১ লাখ টাকা জলে, ৮ বছরেও শেষ হয়নি দুর্ভোগ
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের খন্দকার কান্দি সাদিরচর দুই গ্রামের মধ্যে অসহায়ের মতো দাড়িয়ে আছে রাস্তা বিহীন একটি সেতু। এই সেতুটির মধ্যে নেই কোনো সংযোগ সড়ক।

সেতুটির দুই পাশে মাটি ভরাট না থাকার কারণে দুই গ্রামের প্রায় তিন থেকে চার হাজার বাসিন্দাকে প্রায় এক কিলোমিটার ঘুরে বাজিতপুর আঞ্চলিক সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে দীর্ঘদিন ধরে। যদিও ৭/৮ বছর আগে খন্দকার কান্দি, সাদিরচর গ্রামের লোকদের জন্য ৩১ লক্ষ টাকা ব্যায়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেতুটি কোনো কার্যতই আসছে না।

1

প্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে ১৬/১৭ বছর আগে এই ইউনিয়নের সাদিরচর গাব বাড়ি হতে খন্দকার কান্দি যাওয়ার শ্রীমতি খালের উপর এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। তৎকালিন গাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব এর সহায়তায় উর্ধমহলের তদবিরে এই সেতুটি নির্মাণ করা হয়।

সাদিরচর মাঠের পাশে আফতাব বহুমুখী ফার্মের বিপরীতে দক্ষিনে ‘রধর’ বিল সংলগ্ন শ্রীমতি খালের টিন মাঝখানে সেতুটি রাস্তাবিহীণ অবস্থায় দাড়িয়ে আছে। নির্মাণের ৭/৮ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হয়নি দু পাশের সংযোগ সড়ক। প্রত্যক্ষদর্ষীদের অভিযোগ এই সেতুটি এলাকার মানুষের কোনো উপকারে আসছে না।

দুই গ্রামের মানুষকে প্রায় এক কিলোমিটার ঘুরে আসতে গিয়ে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তার পরও সংযোগ সড়ক হয় কিনা এ নিয়ে গ্রামেবাসিদের মধ্যে প্রশ্ন বিদ্ধ জেগেছে।

বাজিতপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রেজাউল হক এ প্রতিনিধিকে বলেন, এ প্রকল্পের জন্য তাদের কাছে কিছু টাকাও হাতে এসেছে। তিনি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে খুব দ্রæত পদক্ষেপ নিবেন বলে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে