কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরে মোরগ মহল সংলগ্ন সোমবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ জেলার বিএনপি সাবেক আহ্বায়ক ও দুই বারের প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জুর স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন। আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের হেভিয়েট প্রার্থী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান কে পরাজিত করে বিপুল ভোটে প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জু জয়লাভ করেছিলেন।
তিনি নিকলী-বাজিতপুরে উন্নয়নে ধারা অব্যাহত রেখেছিলেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, উপজেলা বিএনপির নেতা ও বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাইসার মাহমুদ রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এড. কাজী মঞ্জুরুল হক রোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম ফজলুল হক, জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ আক্তার।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহরাব উদ্দিন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজল ভূইয়া, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী নাদভী, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জায়েদ উল্লাহ জুজি।
দিঘীরপাড় ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান মাহমুদ, দিঘীরপাড় ইউনিয়ন শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান শাহীন, ছাত্রদল নেতা ফজলে নুর রাব্বী প্রমুখ। সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।