নাচোলে সমাজ সেবা অফিসের আয়োজনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়ছে।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মিনি হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া 'র সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তাহের।
অংশগ্রহণকারী ১০ টি পেশাজীবী কামার, কুমার, নাপিত, জুতা মেরামত আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন। এসময় প্রধান অতিথি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে উপজেলা কমিটি কর্তৃক যাচাই-বাছাই শেষে নাচোলে ৯০ জন প্রান্তিক পেশাজীবীদের নিজ নিজ কর্মস্থলে গিয়ে ৬ মাসের প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ শেষে প্রত্যেককে পুঁজি হিসেবে এককালীন ১৮ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান প্রদান করা হবে। সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক রেজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা উপ -পরিচালক উম্মে কুলসুম, নাচোল উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা।