বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

হালদার উজানে অভিযান, ৫ চায়না দুয়ার জাল জব্দ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৮:২২
হালদার উজানে অভিযান, ৫ চায়না দুয়ার জাল জব্দ
ছবি: যায়যায়দিন

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান মানিকছড়ির ঘোরখানা, ছদুরখীল, আছাদতলী ও তুলাবিল অংশে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। বুধবার (২১ মে) সকালে করা এ অভিযানে নদীতে পাতানো ৫টি বিশালাকৃতির চায়না দুয়ার জাল জব্দ করা করা হয়।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশী করে এসব চায়না জাল জব্দ করা হয়।

1

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, 'হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

গতকাল নদীর উজানে ভারি বৃষ্টিপাত হওয়ায় নদীর পানি কিছুটা বেড়ে যাওয়ায় কতিপয় অসচেতন জেলে নদীতে জাল বসিয়েছিল। খবর পেয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে নদীর বিভিন্ন সরু পয়েন্ট থেকে ৫টি জাল জব্দ করা হয়'।

পাশাপাশি হালদার জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ না করা, মাছ শিকার বন্ধ রাখা ও ডালপালা দিয়ে ঝাঁক সৃষ্টি না করার জন্য স্থানীয়দের পরামর্শ দেন মৎস্য কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে