বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জন নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২১ মে ২০২৫, ১৯:২৮
আপডেট  : ২১ মে ২০২৫, ১৯:৩৪
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জন নিহত
ছবি: প্রতিকী

নীলফামারী সদরে চাপড়া সরমজানী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বাউরা ফকিরের ছেলে সলেমান(৭০), ওয়াজেদ আলীর স্ত্রী সাবেনা(৩৫) ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ওই পরিবারের সলেমানের স্ত্রী ওয়াতন(৫৫) ও তার নাতি সজিব (৪) আহত হয়েছে।

স্থানীয়রা ওয়াতনকে গুরুতর আহত দেখে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। বুধবার দুপুরে দিকে সলেমান বাবু ঘরের খুটির কাজ নিজেই করেছিল।

1

খুটির সাথে বৈদ্যুতিক তাড় ছিড়ে টিনের তৈরি বাক্সে পড়ে যায়, ওইসময় সলেমান বাবু টিনের বাক্সে স্পর্শ হয়ে আটকে গেলে পাশে থাকা তার ছেলের স্ত্রী সাবানা তাকে স্পর্শ করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্বামী ও বউমাকে ঘটনাস্থলে দেখে ওয়াতন ও নাতি সজিব এগিয়ে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে এলাকাবাসীর জানান।

ওই বাড়িতে দীর্ঘক্ষণ কোন শব্দ না পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে বিদ্যুৎতের মেইন সংযোগ বন্ধ করে ঘটনাস্থল হতে সকলকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা নিলে শশুর ও বউমাকে এলাকার লোকজন মৃত বলে ঘোষণা করেন। তাদের অকালমৃত্যুতে শোকের ছায়া পড়েছে এলাকাজুড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে