বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ধুনটে বিএনপির মামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ২০:২৬
ধুনটে বিএনপির মামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ মে) তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতি গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে এবং তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

1

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রæয়ারী রাতে ধুনট বাজার এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে ককটেল বিস্ফোরন ঘটায়। এঘটনার দু’দিন পর যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ৯৬ জন ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০/৭০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার রাতে ধুনট থানার এসআই মোহাম্মদ আলী অভিযান চালিয়ে অজ্ঞাত আসামী হিসাবে যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, বিএনপির দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামী হিসেবে যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে