বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধে সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১২:২০
আপডেট  : ২২ মে ২০২৫, ১২:৫৬
টাঙ্গাইলে মাওলানা ভাসানী  বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধে সেমিনার
স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে সচেতনতামূলক সেমিনার। ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সেমিনার।

বুধবার ২১ মে, ২০২৫ বিকেলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশা মোকাবিলায় সহমর্মিতা, সহায়তা এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

1

‘Mental Health Awareness Talk for Suicide Prevention & Recognition Ceremony’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এমবিএসটিইউ রিডার জোন এবং সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, মাভাবিপ্রবি চ্যাপ্টার। সহযোগিতায় ছিল দেশবন্ধু গ্রুপ।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি বলেন, “আত্মহত্যা একটি জটিল সামাজিক সমস্যা, যা কেবল একজন ব্যক্তির জীবনের অবসান ঘটায় না, বরং তার পরিবার, বন্ধু এবং আশপাশের মানুষদের জীবনেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

জীবনের প্রতিটি সংকট মোকাবিলা করা সম্ভব, প্রয়োজন কেবল সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সহায়তা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. ইদ্রিসুর রহমান।

মূল আলোচক হিসেবে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মেজর (অব.) আবদুল ওহাব ‘সংকট মোকাবিলার কৌশল: মানসিক চাপে থাকা শিক্ষার্থীদের প্রতি কার্যকর সাড়া দেওয়ার পদ্ধতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা মানসিক চাপের নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। তাদের জন্য দ্রুত, সহানুভূতিশীল ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে হবে।”

এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের প্রতিনিধিরা সেমিনারে বক্তব্য দেন।

সংগঠনের ট্রমা ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের সুমাইয়া তামান্না ‘সহানুভূতিমূলক পরিবেশ গড়ে তোলা ও একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণ’ এবং সুমাইয়া তাসনিম ‘আত্মহত্যা প্রতিরোধে সতর্ক সংকেত শনাক্ত ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা’ শীর্ষক বিষয়ের ওপর আলোচনা করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন এমবিএসটিইউ রিডার জোন-এর সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত লিফলেট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে