বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

লোহাগড়ায় রোড রোলারে সাথে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষার্থী নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১২:৩৫
লোহাগড়ায় রোড রোলারে সাথে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষার্থী নিহত
ছবি-যায়যায়দিন

নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোড রোলারে ধাক্কা লেগে মো: সালমান মল্লিক (১৮) নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

এঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের মা ও ভাবী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

1

বুধবার (২১ মে) রাত ৮ টার দিকে লোহাগড়ার কুন্দশী-পাঁচুড়িয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামের মৃত শহীদ মল্লিকের ছেলে এবং সরকারি মল্লিকপুর ইউনিয়ন একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে সালমান তার মা চায়না বেগম এবং ভাবী তাহেরাকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দোয়া-মল্লিকপুর থেকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল।

এ সময় দ্রুত গতির মোটরসাইকেলটি শহরের কুন্দশী এলাকার ডাক্তার আজিজুর রহমান মুয়াজের বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা রোড রোলারের সাথে ধাক্কা লাগে। এতে সালমানসহ তার মা ও ভাবী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে