মানসম্মত ও ডিজিটাল প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মণ্ডল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতাউল গনি ওসমানী ও মো. নুরুজ্জামান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মানিক ও আব্দুল আলিমসহ আরও অনেকে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হবে।