রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শিবচরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৩:১২
শিবচরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
শিবচরে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু- যায়যায়দিন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরের শিবচরে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে (২৫ মে) রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম।

1

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চৌধুরী ইবনে ফেরদৌসসহ সংশ্লিষ্টরা।

এ সময় উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর পর বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় একটি সেবা বুথ রয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে