রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রামগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৫:২৫
রামগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
ছবি : যায়যায়দিন

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগাদের পোল নামক স্থানে শনিবার (২৪ মে) দিবাগত গভীর রাতে প্রিন্টিং ব্যবসায়ী শ্রীবাস চন্দ্র দাসকে কুপিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর জখম হওয়ায় ব্যবসায়ীকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

1

ব্যবসায়ীর স্ত্রী স্মৃতি রানী ভৌমিক জানান, শনিবার দিবাগত রাত ১২টা ৩০মিনিটের দিকে আমার স্বামী রিকশাযোগে আলীপুর পোলের গোড়া থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন।

পথিমধ্যে নাগাদের পোল নামক স্থানে পৌঁছায় মাত্রই ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শ্রীবাসের ডান হাত ও ডান পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

রাতেই পরিবারের লোকজন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার হাতে ৮টি ও পায়ে ৫টি সেলাই দেন।

আহত শ্রীবাসের কাছ থেকে দুর্বৃত্তরা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর স্মৃতি রানী ভৌমিক রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে