রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলবাড়ীতে ভূমি মেলার উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৭:২১
ফুলবাড়ীতে ভূমি মেলার উদ্বোধন
ছবি: যায়যায়দিন

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" শীর্ষক প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে “ভূমি মেলা - ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য।

1

রোববার (২৫মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণে র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন

উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম।

সার্টিফিকেট পেশকার মো. শামীম ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সোহান, নাজির কাম-ক্যাশিয়ার মো. রোকুনুজ জামান নয়ন, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবার প্রসার এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারের প্রশংসা করেন।

শেষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ভূমি সেবা প্রদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে