ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ছয় পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি পরিবহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
রবিবার (২৫ মে) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার বাইপাস সড়কে আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং ইনসানা তানজীন ইকো। আদালত ৬টি পরিবহন থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
আদালত স‚ত্রে জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তরের শব্দ দ‚ষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন সড়কে গতকাল শনিবার থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু করেন জেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার বাইপাস সড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ বাজিয়ে যাওয়ার সময় ৬টি পরিবহনকে শব্দ দ‚র্ষন নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ আইনে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ছয়টি পরিবহন থেকে নিষিদ্ধ হর্ণ জব্দ করে আদালত।
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল ও ইনসানা তানজীন ইকো। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদ হাসানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, শব্দ দ‚ষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহায়তায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ছয়্িট পরিবহনকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।