রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল

প্রতিবাদে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৭:৪০
লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল
জমি দখলের প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেল: ছবি যায়যায়দিন

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও বাড়ি নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আকরাম উল্যাহ বীর প্রতীক।

রোববার (২৫ মে) সকালে তিনি নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে স্থানীয় একটি মাদ্রাসার সুপার মাওলানা গাজী আবুল হোছাইন।

1

লিখিত বক্তব্যে তিনি জানান, মুক্তিযোদ্ধা আকরাম উল্যাহ ও তার সন্তানদের মালিকানাধীন জমিতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জমি দখল ও সেই জমিতে ঘর নির্মাণ করছেন একই গ্রামের মৃত ছায়েদুল্লাহ ছেলে আবু তাহের। এই জমি নিয়েহাইকোর্টে তাদের সিভিল রিভিশন মামলা, নং ১০৪/২০২৫ বিচারাধীন রয়েছে। ওই মামলায় স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জমি দখলে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা মুক্তিযোদ্ধা আক্রাম উল্লাহ ও তার ছেলেদের হত্যার হুমকি দেয়। বর্তমানে তারা নিরাপত্তা নিয়ে শংকিত জীবন যাপন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জবর দখলকারিদের হাত থেকে নিজ মালিকানাধীন জমি রক্ষার জন্য পরিবারের পক্ষ থেকে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও জেলার পুলিশ সুপারের সঙ্গে স্বাক্ষাৎ করেছেন। এখনো প্রতিকার পাননি বলে তার অভিযোগ।

নিজের মালিকানাধীন জমি ফেরত পেতে ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মুক্তিযোদ্ধা আকরাম উল্যাহ বীর প্রতীক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে