রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৭:৩৯
আপডেট  : ২৫ মে ২০২৫, ১৮:২১
আসামি ধরতে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ
ছবি: প্রতিকী

নরসিংদীর বেলাবোতে বৈষম্য বিরোধী মামলার আসামিকে ধরার সময় ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্নার ছেলে সিনতাজ মোহাম্মদ সালমান সহ ১০ জনসহ আরো অজ্ঞাতনামা আসামি করে বেলাবো থানায় একটি মামলা দায়ের করেছে ডিবি পুলিশের এসআই আব্দুস সালাম।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ মে) রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়।

1

মামলা সূত্রে জানাযায় ,মাদক উদ্ধার ও বিশেষ অভিযানে ডিবি পুলিশ বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর এলাকায় গেলে ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে এজাহার নামিয় ১০ জন সহ অজ্ঞাত ৪০-৫০ জন লাঠি সোটা,লোহার রড,ইট পাটকেলসহ দেশিয় অস্ত্র দিয়ে ডিবি পুলিশের উপলা চালায়, এতে ঘটনায় কালো রং একটি মাইক্রোবাস যাহার নং (ঢাকা মেট্রো-চ১৫-৪৯১২)গাড়িটি ভাংচুর করে এবং গাড়ির ড্রাইবারসহ মামলার বাদি আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্সরা আহত হয়।

আহতদের বেলাবো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মামলার ২ নং আসামি সিনতাজ মোহাম্মদ সালমানের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় বৈষম্য বিরোধী আরো দুটি মামলা রয়েছে।

বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুরিশের এসআই আব্দুস সালাম সহ তার একটি টিম মাদক বিরোধী অভিযান সহ বিশেষ অভিযান চালায়।

এসময় সালমান সহ তার সহযোগীরা তাদের উপর হামলা চালিয়ে মারধরসহ গাড়ি ভাংচুর করে খবর পেয়ে আমি সহ বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবং আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে নরসিংদী পুলিশ সুপার সহ পুলিশের একটি টিম।

এই ঘটনায় অতিরক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ মোল্লা বলেন বৈষম্য বিরোধী ২টি মামলার আসামি সালমান নামে একজনকে ধরতে অভিযানে যায় ডিবি পুলিশ।

সালমানকে ধরার সময় সালমানসহ তার অনুসারীরা ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে