রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নীলফামারীতে তিন দিনের কর্মসূচিতে শুরু হলো ভূমি মেলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৫ মে ২০২৫, ১৮:১৯
নীলফামারীতে তিন দিনের কর্মসূচিতে শুরু হলো ভূমি মেলা
নীলফামারীতে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি বের হয়: ছবি যায়যায়দিন

‘নিয়মিত ভূ উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ স্লোগানে নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৫ মে) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সরকারী কৌশুলি (জিপি) অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বক্তব্য দেন।

1

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নিজের জমি সুরক্ষিত রাখতে আগে নিজের জমির কাগজপত্রগুলো ঠিক রাখতে হবে। প্রতিবছর খাজনা দিতে হবে। খারিজ আছে কিনা সেটি দেখতে হবে। নানা জটিলতা থাকায় মামলা মোকদ্দমার উদ্ভব হয়। ভূমি সেবা সংক্রান্ত সকল তথ্য এখন অনলাইনে পাওয়া যায় এবং কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। এজন্য অন্যকে দিয়ে নয় নিজেই নিজের কাজ সম্পাদন করতে হবে।

এর আগে বনার্ঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম জানান, তিনদিনের(২৫-২৭মে) ভুমি মেলায় জেলা প্রশাসক কার্যালয়ে একটি বুথ খোলা হয়েছে। এখানে তাৎক্ষনিক সেবা প্রদান করা হবে গ্রহীতাদের। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে বিশেষ সেবা দেয়া হবে এই তিনদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে