রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কালুখালীতে ৩দিন ব্যাপী ভূমি মেলা  উদ্বোধন

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৮:২৭
কালুখালীতে ৩দিন ব্যাপী ভূমি মেলা  উদ্বোধন
ছবি : যায়যায়দিন

রাজবাড়ীর কালুখালীতে ৩দিন ব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে এ উপলক্ষ্যে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্ত¡রের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

1

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস শাদাত মাহমুদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবাহী অফিসার মহুয়া আফরোজ ভূমি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, নাজির কাম ক্যাশিয়ার মোঃ আব্দুস সোবাহান সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোঃ ইমান খান সহ ২জনকে মিসকেসের চূড়ান্ত কপি, জামাল খান ও মোক্তার হোসেন কে নামজারির চূড়ান্ত কপি ও ৪ জনকে অর্পিত সম্পত্তির ডিসিআর কপি বিতরণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত এ ভূমি মেলা চলমান থাকবে। উপজেলার সকল শ্রেণীর মানুষ বিনামূল্যে ভূমি সংক্রান্ত যে কোনো সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে