রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজস্থলীতে নিখোঁজ গৃহকর্মীকে  ১৮ ঘন্টা পর উদ্ধার

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৮:২৮
রাজস্থলীতে নিখোঁজ গৃহকর্মীকে  ১৮ ঘন্টা পর উদ্ধার
ছবি: যায়যায়দিন

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিমুল দাশের গৃহকর্মী রিপন (২৫) নিখোঁজ ছিল। তাকে ১৮ ঘন্টার পর উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

রোববার (২৫ মে) সকালে বাঙ্গালহালিয়া থেকে ডংনালা যাওয়ার পথে সিএনজি চালকরা চন্দনকাটা পাহাড়ের মেইন রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় রিপনকে দেখতে পেয়ে তার ভাই সুমনকে খবর দিলে হাত-পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার অবস্থা ভালো না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

1

এই বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহজাহান কামাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।বিষয়টি তদন্ত করে জানা যাবে কারা তাকে কে অপহরণ করা হয়ছে নাকি ইচ্ছায় সে আত্নগোপনে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে