কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১ টায় ভূমি মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ‘জনসচেতনতামূলক সভা’।
এরই ধারাবাহিকতায় বাজিতপুর, কুলিয়ারচর ও নিকলীতে এ সেবার বিভিন্ন কার্যক্রম চালু হয়েছে। জানা যায়, বাজিতপুর উপজেলার একটি পৌরসভা সহ ১১টি ইউনিয়নের ৮টি ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় রয়েছে। আজ রবিবার উপজেলা হল মিলনায়তনে সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভার নেতৃত্বে র্যালি, উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, মোঃ জহিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী কাম-কম্পিউটার আশরাফউদ্দৌলা বুলবুল, দিঘীরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ খুর্শিদ আলম, পৌর সহকারী ভূমি কর্মকর্তা পল্লব দেবনাথ, পৌর যুবদল সাংগঠনিক সম্পাদক পারভেজ মিয়া ও বাজিতপুর ভূমি অফিসের নাজির মোঃ নজরুল ইসলাম।