রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আটোয়ারীতে ভূমি মেলার উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৮:৩০
আটোয়ারীতে ভূমি মেলার উদ্বোধন
ছবি: যায়যায়দিন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”-শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে তিন দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্ত্বরে রোববার (২৫ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

1

সহকারী কমিশনার ভূমি (অ:দা:) এস.এম. ফুয়াদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবির, প্রকৌশলী মোঃ ফয়সাল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল,

সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদ্বয়।

উল্লেখ্য, দেশের নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রানালয়ের উদ্দ্যোগে সারাদেশে ভূমি মেলা-২০২৫ এর আয়োজন করা হয়। মূলত: অনলাইন ভূমি সেবা নেয়ার বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানতেই এ মেলার আয়োজন করে কর্র্তপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল এ মেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে