রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্গাপুরে ভূমি মেলার উদ্বোধন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৮:৪৭
দুর্গাপুরে ভূমি মেলার উদ্বোধন
ছবি: যায়যায়দিন

‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৩দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়।

1

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, অন্যদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওসি মো. মাহমুদুল হাসান,

ইউনিয়ন ভুমি কর্মকর্তাগণ সহ উপকার ভোগীরা ভুমি অধিকার নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সেবা গ্রহীতা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ ভুমি মেলায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে