রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
১১ বছর পর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক ও সাধারণ সম্পাদক কমল

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৮:৫২
বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক ও সাধারণ সম্পাদক কমল
ছবি: যায়যায়দিন

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে উপজেলা অটোটরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশিক আহমেদ কমল।

1

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।সেই কমিটির মেয়াদ চলে গেলে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়।২০১৯ থেকে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে উপজেলা বিএনপির কার্যক্রম।২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।

কিন্তুু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে তৎক্ষালীন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও সাহতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা কর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

বেলা ১২ টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব -উন- নবী খান সোহেল,প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন,আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি,জেলা বিএনপির সম্মানিত সদস্য ইমরান তালুকদার।

বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী। প্রথম অধিবেশনে উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

বিকেলে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোস্তাক আহমেদ, মানিক আজাদ,বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার ও রশীদ আলম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাধারণ সম্পাদক পদে আশিক আহমেদ কমল সহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭টি ইউনিয়নের ৪৯৭ ভোটারের মধ্যে ৪৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ার প্রতীক নিয়ে ১৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোস্তাক আহমেদ। আর ফুটবল প্রতীক নিয়ে ১৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশিক আহমেদ কমল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে