রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনায় ভূমি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৫ মে ২০২৫, ১৮:৫৬
নেত্রকোনায় ভূমি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি
ছবি: যায়যায়দিন

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার “ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আনোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালির উদ্ধোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

র‌্যালিতে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল,

1

জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি বিএনপির মেয়র নমিনী মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী, জেলা যুবদল নেতা মো. নজরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে