রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

হাটহাজারীতে ভূমি মেলার উদ্বোধন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৯:১৯
হাটহাজারীতে ভূমি মেলার উদ্বোধন
ছবি: যায়যায়দিন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে তিন দিনব্যাপী ভূমি মেলা'২৫ রোববার (২৫ মে) উদ্বোধন হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে অফিস সহকারী আতিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

1

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ভূমি সহকারী কর্মকর্তা মো. রমিজ উদ্দিন। সকাল সোয়া ১০ টা থেকে অনুষ্ঠিত মেলা উদ্বোধনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্যামল নাথ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব।

এছাড়া সেবাগ্রহীতা হিসেবে এডভোকেট শামসুদ্দিন ফারুক বক্তব্য রাখেন। এসময় বক্তারা ভূমি সেবার বিভিন্নদিক নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূমি সংক্রান্ত যে কোন সেবা পেতে কোন হয়রানির শিকার হলে সরাসরি সহকারী কমিশনার ভূমি অথবা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।

তিনি বলেন, কারো মাধ্যম হয়ে এলে যেমন অতিরিক্ত টাকা গুনতে হয় তেমনি হয়রানির শিকার হতে হয় সেবাপ্রার্থীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে