খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের আয়োজনে দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার ২৬ মে মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি উদ্যােগে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা আর্মি ক্যাম্প এলাকার দু:স্থ, অসহায়, মানুষের মাঝে নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন কমান্ডার লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি।
এসময় মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উপ-অধিনায়ক মেজর মো.মাসুদ খান উপস্থিত ছিলেন।
এ সময়, স্থানীয় ৬ জন দুঃস্থ পাহাড়ী নারী ও আর্থিকভাবে অসচ্ছল ৯ জন পাহাড়ী শিক্ষার্থীর জন্য আর্থিক সহযোগিতা প্রদান, ১ জন অসচ্ছল পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মাণের জন্য টিন প্রদান এবং ৩৫ জন পাহাড়ী ও বাঙ্গালীকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও, মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মিল্টন ত্রিপুরা, ৫০০ জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আমাদের এই অঞ্চলের পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে।
যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন তিনি আরো বলেন সবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহযোগিতা ভবিষতেও অব্যহত থাকবে।