ঢাকার ধামরাইয়ে বেসরকারি এনজিও সংস্থা এসডিআইয়ের আরএমটিপি প্রকল্পের আওতায় আধুনিক নিরাপদ মিট প্রসেসিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনীক সোমবার (২৬ মে) দুপুরে এ মাংস প্রসেসিং প্লান্ট উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হক।
এর আগে এ এসডিআইয়ের উদ্যোগেই উপজেলার বিভিন্ন এলাকার কিশোর কিশোরী ক্লাবে ক্রীড়া সামগ্রী ও মেন্টর সম্মাননা প্রদান করা হয়। সোমবার দুপুরে সুতিপাড়া এফটিসি হল রুমে কয়েকশ কিশোর কিষোরী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এনজিও এসডিআইয়ের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সামছুল হক জানান, এলাকার জনগন যাতে নিরাপদ মাংস ক্রয় করতে পারে, সে কারণে প্রতিষ্ঠানের আরএমটিপি প্রকল্প থেকে বাটুলিয়া গ্রামের শুকুর আলী কসাইয়ের আসরাফুল নিরাপদ মাংস বিতানকে পাঁচ লাখ টাকা অনুদান প্রদান এবং তার মাংস বিতান উদ্বোধন করা হয়। এতে আর্থিক সহযোগিতা করেন পিকেএসএফও ইফাত।