মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আখাউড়ায় দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৬ মে ২০২৫, ১৯:১১
আখাউড়ায় দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অতিথিরা: ছবি যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম শাহজাদা খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খাঁন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান, উপজেলা উপ সহকারী প্রকৌশলী মাসুদ রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, নাছিরন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী সাফিয়া খাতুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে