মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গফরগাঁওয়ে ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতকল্পে গণশুনানি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৬ মে ২০২৫, ২০:৫৯
গফরগাঁওয়ে ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতকল্পে গণশুনানি
ছবি : যায়যায়দিন

ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ে ।

গফরগাঁও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূঁই কথনে (গণ শুনানি গ্রহণ ও সেবা প্রাথীগণের বসার স্থান) এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা সেবাপ্রাথীর জমিসংকান্ত বিভিন্ন ভোগান্তির কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি ।

সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি যায়যায়দিন কে জানান, জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে । সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সরকারি ভূমি অফিসে সঠিক ও দ্রুত সেবা পায়, সে লক্ষ্যে গফরগাঁও উপজেলা ভূমি অফিস কাজ করে যাচ্ছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে