বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন

মানিকগঞ্জে বিএনপির দুই নেতাসহ আটক ২৪

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
  ২৭ মে ২০২৫, ১৪:২৫
মানিকগঞ্জে বিএনপির দুই নেতাসহ আটক ২৪
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটকরা: ছবি যায়যায়দিন

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপির দুই নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় আটকদের কাছ থেকে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে পদ্মায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোস্টগার্ড ঢাকা অঞ্চল। আটকের বিষয়টি কোস্ট গার্ড সদর দপ্তরের (মিডিয়া) লে. কমান্ডার হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

1

আটকদের মধ্যে দুই জন উপজেলা বিএনপির নেতা। এদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু রয়েছেন বলে জানা গেছে।

হরিরামপুর থানা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ বলেন, পদ্মায় ধূলসুরা ও ইবরাহিমপুর ইলিশা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। আজ ভোর রাতে পদ্মায় অভিযান চালিয়ে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকা জব্দ করে কোস্ট গার্ড।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, আটক ২৪ জনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হবে। দুপরের পর আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, ‘২৪ জনকে আটকের বিষয়টি শুনেছি। অবৈধ কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে