ঢাকার আশুলিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিআরইবি কর্তৃক অবৈধ ভাবে জোরপূর্বক ভিলেজ ইলেকট্রিশিয়ানদের অনলাইনে রিপোর্ট প্রদানের ক্ষমতা বাতিল করায় প্রতিবাদ সভা ও সংহতি প্রকাশ করেছে ভিলেজ ইলেকট্রিশিয়ানবৃন্দ।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের সামনে এ প্রতিবাদ সভা করেন সদর দপ্তর সহ ১০ টি জোনাল অফিসের ১৬২ জন ইলেকট্রিশিয়ান।
এসময় বক্তারা সার্ভারে পাসওয়ার্ড সংযুক্তকরন, কাজের মজুরি পূর্ণ নির্ধারন ও দালাল মুক্ত পল্লী বিদ্যুৎ সমিতি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরেন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের
ভিলেজ ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি বশির আহম্মেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কালিয়াকৈর জোনালের সভাপতি আমজাদ হোসেন, সদরদপ্তরের সিনিয়র সহ-সহ-সভাপতি সাইদুর পালোয়ান, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর মোল্লাসহ ১১ টি জোনালের নেতৃবৃন্দ ও সকল ইলেকট্রিশিয়ানবৃন্দ।