বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে কিশোরের মৃতুদন্ড

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৭ মে ২০২৫, ১৮:৩৯
নেত্রকোনায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে কিশোরের মৃতুদন্ড
ছবি : যায়যায়দিন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামের ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে (১৬) কুপিয়ে হত্যার দায়ে মো. কাওছার মিয়াকে (১৮) মৃত্যুদন্ডের আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ মে) নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

1

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, নেত্রকোনার বারহাট্টা উৃপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই গ্রামের মো. শামছুদ্দিন ওরফে শামছুর ছেলে বখাটে মো. কাওছার মিয়া প্রেম নিবেদন করত। এতে সাড়া না দেওয়ায় গত ২০২৩ সালের ২ মে বিকেলে বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কংস তীরে পুরাতন ঈদগাহ মাঠের পাশে রাস্তার ওপর কাওছার মিয়া তাকে ধারালো দা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে।

সহপাঠী ও এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নিখিল চন্দ্র বর্মন বাদী হয়ে ওই বছরের ৩ মে কাওছার মিয়ার বিরুদ্ধে বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে।

আদালতের বিজ্ঞ বিচারক নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেন। সরকার পক্ষে মামলা পরিচালানা করেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দেলুয়ারা বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে