শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

কেন্দুয়ায় প্রায় ৫শ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৯:৩৩
কেন্দুয়ায় প্রায় ৫শ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা
ছবি: প্রতিকী

কেন্দুয়ায় ১৯৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের তবিয়াগাতি গ্রামের মৃত আঃ সাহেদের ছেলে মোঃ সবুজ মিয়া বাদী হয়ে গত সোমবার কেন্দুয়া থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ২৫০/৩০০ জনকে।

মামলার বিবরনে জানা যায় - বিগত ৪ আগস্ট কেন্দুয়ায় বিএনপির পূর্ব ঘোষিত মিটিং ছিল। এই মিটিংকে পন্ড করার উদ্দেশ্য আসামিরা বিভিন্ন অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে পৌরসদরে আতংক সৃষ্টি করে।এসময় তারা অটোরিকশা, টেম্পু,সিএনজি, ট্রাক,দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে অন্তর্ঘাত মূলক ঘটনা ঘটায়। ত্রাসের রাজ্যে পরিনত করে কেন্দুয়াকে।

1

আর এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা আ'লীগের সভাপতি এড,আব্দুল কাদির ভূঁইয়াসহ ১৯৬ জনের নামোল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে সবুজ মিয়া এই মামলাটি দায়ের করেন।

মামলায় সাংবাদিকের নাম রয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো ২৫০/৩০০ জন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন- বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রূজু হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে