বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

‘ক্ষমতার চেয়ার খুব আঠালো, একবার বসলে কেউ উঠতে চায় না

’ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ২০:৩৭
‘ক্ষমতার চেয়ার খুব আঠালো, একবার বসলে কেউ উঠতে চায় না
ছবি : যায়যায়দিন

ক্ষমতার চেয়ার এমন এক আঠালো এটির মধ্যে একবার বসলে আর কারো ছাড়তে ইচ্ছে হয় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহন করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

1
উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুর সাত্তার মিলনের সঞ্চালনায় তিনি আরও বলেন, এখন যদি দ্রæততার সাথে নির্বাচন দিতেন দেশে যে আইনশৃঙ্খলার অবনতি দেখি কোন কোন জায়গায় বিশৃঙ্খলা দেখি কোন কোন জায়গায় সিন্ধান্ত হীনতা দেখি তখন জনগনের দ্বারা নির্বাচীত প্রতিনিধিরা থাকলে প্রত্যেকটা উপজেলায় সিন্ধান্ত বাস্তবায়ন সহজ ও দ্রæত হতো মানুষ আশ্বস্ত হতো।

কাজেই কোন অবস্থাতেই নির্বাচন পিছিয়ে দেওয়ার মাঝে নির্বাচনকে প্রলম্বিত করার মাঝে অন্য ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু জনগণের অধিকার ফেরত দেওয়া ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সুন্দর আগামীর বাংলাদেশ নির্মান করা। যারা শহীদ হয়েছে তাদের বিচার ত্বরান্বিত করা যারা পঙ্গু হয়েছে তাদের পুর্নবাসিত করা যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে তাদের প্রতিকার করা ও তাদের সহযোগিতা করার জন্য দরকার দ্রæততম সময়ে জাতীয় নির্বাচন দেওয়া।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুর রহমার চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তারসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে