বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দুপচাঁচিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ০৯:৫৬
দুপচাঁচিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। ছবি: যায়যায়দিন

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের ১কোটি ১৫লাখ ৯৫হাজার ২’শ ৪০টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭মে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এ বাজেট ঘোষণা করেন।

পরে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বায়েজিদ হোসেন, ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ প্রমুখ।

1

এসময় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক একেএম শামসুজ্জামান।

সংরক্ষিত ইউপি সদস্য হাজেরা বিবি, নাছরিন বেগম, খাতিজা বেগম, সাধারণ সদস্য ইউসুফ আলী প্রাং, আব্দুর রাজ্জাক সাখিদার, বাবু সরদার, আলমগীর হোসেন মন্ডল, আব্দুর রাজ্জাক প্রাং, ইউনুছ আলী সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে