মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইন্দুরকানীতে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৪:২০
ইন্দুরকানীতে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার
জোড়া খুনের প্রধান আসামি ইউনুস শেখ-যাযাদি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি ইউনুস শেখকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে র‌্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ জুন রাতে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ২৮ জুন রাতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম এবং তার ভাবি মুকুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।

হামলায় শহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ইউনুস হাওলাদারের নেতৃত্বে ৪–৫ জনের একটি দল অতর্কিতভাবে শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর সময় তার স্ত্রী রেহেনা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম ছুটে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও মুকুল বেগম নিহত হন।

ঘটনার পরপরই রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ইউনুস শেখ খুনের ঘটনা ঘটিয়ে সৌদি আরব পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে র‍্যাবের একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে