মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শহীদ জামশেদ হত্যাকাণ্ডে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকসহ ৪২ জনের নামে মামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৪:৩১
শহীদ জামশেদ হত্যাকাণ্ডে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকসহ ৪২ জনের নামে মামলা
-ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী কলেজ ছাত্র জামসেদুর রহমান মিয়াজি জুয়েল গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ১১ মাস পর সাবেক রেলমন্ত্রী মজিবুল হককে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ জনসহ মোট ১২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন নিহতের চাচা মোঃ আইয়ুব মিয়াজী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মেদ জানান, মামলাটি সোমবার রাতে দায়ের করা হয়। মামলার এজাহারে বাদী আইয়ুব মিয়াজী উল্লেখ করেন, নিহত জামসেদুর রহমান কুমিল্লার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলো এবং কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছিলেন। গত ৫ আগস্ট সকালে জামসেদ চৌদ্দগ্রামে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী গুলি চালায়, ফলে জামসেদুর রহমান নিহত হন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী অন্তর্ভুক্ত রয়েছেন। চৌদ্দগ্রাম থানার পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং জামসেদুর রহমানের পরিবার তার ন্যায়বিচারের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে